.গ্যাংস্টার. ফুল মুভি ( যশ/অরন্য ) ।। Gangster Full Movie By Yash [YBM]

 .গ্যাংস্টার. ফুল মুভি ( যশ/অরন্য ) ।। Gangster Full Movie By Yash [YBM]


Gangster (2016 film).jpg
Gangster Movie Poster
Directed byBirsa Dasgupta
Written by
  • Debalay Bhattacharya
  • Shweta Bharadwaj
  • Manish Sharma
Produced by
  • Shrikant Mohta
  • Mahendra Soni
StarringYash Dasgupta
Mimi Chakraborty
CinematographySubhankar Bhar
Edited byAyesha moni
Music byArindom Chatterjee
Production
company
Shree Venkatesh Films
Distributed byShree Venkatesh Films
Release date
  • 7 October 2016
CountryIndia
LanguageBengali

ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি .গ্যাংস্টার. । এই মুভিটি যদিও অনেক আগেই রিলিজ হয়েছে কিন্তু বর্তমানে কোন ওয়েবসাইট বা ইউটিউবে এই মুভিটি খুঁজে পাওয়া যাচ্ছে না ।
.গ্যাংস্টার. ফুল মুভি ( যশ/অরন্য ) Gangster Full Movie

চলচ্চিত্রটি বর্তমান সময়ে কবির ও রুহির বিবাহবার্ষিকীতে শুরু হয়। কবির যখন তার স্ত্রীর জন্য কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন, তখন চার মুখোশধারী গুন্ডা তাকে গুলি করে। আউট হওয়ার ঠিক আগে একজন পঞ্চম ব্যক্তি তাকে গুলি করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হতবাক রুহি তাকে দেখতে আসে। চলচ্চিত্রটি তখন একটি ফ্ল্যাশব্যাক নেয় কিভাবে কবির গুরু, গ্যাংস্টার হয়ে ওঠে।

বছর খানেক আগে একটি জেলে, একজন যুবক কবির আতঙ্কিত হয়ে বসে আছে যখন জামাল নামে একজন বয়স্ক বন্দী তাকে অপরাধী হিসেবে তার যোগ্যতা প্রমাণ করতে তার সেলমেটকে হত্যা করতে বলে। বিনিময়ে সে মুক্তি পাবে। কবির তাই করে। জামাল তাকে তার সাথে কাজ করতে বলে এবং তাকে 'বেটা' বলে ডাকে। কবির তাকে 'বাবা' বলে ডাকে। জামাল তাকে বলে যে একদিন সে শাসন করবে এবং গুরু হিসেবে পরিচিত হবে। কয়েক বছর পরে, গুরু জামালের একজন নামকরা গ্যাংস্টার এবং জামাল তাকে যা বলে ঠিক তাই কাজ করে। তার সবচেয়ে কাছের বন্ধু ঘুড়ি সবসময় তার সাথে থাকে। সে আপাতদৃষ্টিতে বিরক্ত এবং তার গ্যাংস্টার হওয়ার ব্যবসা ছেড়ে দিতে চায়। একটি অবাঞ্ছিত উপায়ে, সে বিষ্ণুকে হত্যা করতে যায়, তাদের গ্যাংয়ের একজন প্রাক্তন সদস্য। গুরু, তাকে হত্যা করার পরিবর্তে তাকে পালিয়ে যেতে সতর্ক করে, পাছে জামাল তাকে মেরে ফেলবে। পরে গুরু জানতে পারেন জামালের লোকেরা বিষ্ণুকে হত্যা করেছে।

হৃদয় ভেঙে পরে, তিনি টমির কাছে যান, একটি রাগট্যাগ এবং তাকে জামালের সাথে ব্যবসার 70% ভাগ করতে রাজি করান। একটি পার্টিতে, এটি উদযাপন করার জন্য, গুরু দেখেন ছোটু, টমি, জেমসন এবং আরও কয়েকজন তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র তৈরি করছে। পরে গুরু এবং ঘুদি এমন এক জায়গায় গাড়ি চালায় যেখানে ষড়যন্ত্রকারীরা তাদের একটি দুর্ঘটনার ফাঁদে ফেলে। গুরুর গাড়ি ধাক্কা খায়। গুরু গাড়ি থেকে নেমে আসে এবং বাকিদের সাথে মারামারি করে যেমন একটি সুন্দরী মেয়ে আসে। গুরু তার প্রতি আকৃষ্ট হয় এবং তার জন্য পড়ে যায়।

পরে তারা হাসপাতালে আবার দেখা করে যেখানে গুরু একটি ষড়যন্ত্রকারীর খরচের জন্য মোটা অঙ্কের অর্থ প্রদান করে যাকে রুহি হাসপাতালে নিয়ে আসে। সময়ের সাথে সাথে, রুহি এবং গুরু একসাথে ভাল হয়। গুরু এখন গ্যাং নিয়ে কম বিরক্ত। একদিন গুরু রুহির কাছে স্বীকার করে যে সে একজন গ্যাংস্টার, কিন্তু বলে যে সে এটা ছেড়ে চলে যাবে। সে রুহিকে প্রস্তাব দেয় এবং তারা বিয়ে করে। এরপর তারা জামালের সাথে দেখা করে দোয়া চান। জামাল গুরুর কাছে উপহার চায়। গুরু উত্তর দেন যে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে চান। জামাল তাকে তাই করতে বলে। তবে তিনজনই জানেন যে এটি কখনই হতে পারে না।

বর্তমান সময়ে একজন ছিন্নভিন্ন রুহি অপেক্ষা করছে কবিরের চেতনা পাওয়ার জন্য। জানা গেছে, কবিরকে গুলি করা পঞ্চম ব্যক্তি রুহি।

কবির মারা গেছে তা নিশ্চিত করতে রুহি আবারও হত্যার চেষ্টা করে। কিন্তু পুলিশ ইন্সপেক্টরের আগমন তাকে বাধা দেয়। ঠিক যেমন কবির চেতনা লাভ করে, দুজনে মিলন করে এবং রুহি স্বাভাবিক হওয়ার ভান করে।
তো আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি সহজেই এই মুভিটা দেখতে বা .ডাউনলোড. করতে পারেন ।তার জন্য প্রথমে নিচে থাকা .ডাউনলোড. করার সিস্টেমটি ভালো করে পড়ে নিন । তারপর নিচে দেওয়া ছবির মত নতুন একটি ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে ।
তারপর উপরের দিকে দেখতে পারবেন একটা .ডাউনলোড. আইকন দেওয়া আছে অথবা নিচে .ডাউনলোড. আইকন দেখতে পারবেন ।তো ওই .ডাউনলোড. আইকন এ ক্লিক করলে মুভিটা .ডাউনলোড. হতে থাকবে । এছাড়াও একটা ভিডিও আইকন দেখতে পারবেন ।

তো ওই .ডাউনলোড. আইকন এ ক্লিক করলে মুভিটা .ডাউনলোড. হতে থাকবে । এছাড়াও একটা ভিডিও আইকন দেখতে পারবেন ।ওই ভিডিও আইকনের উপর ক্লিক করে আপনি অনলাইনে মুভিটা দেখতে পারবেন । তো আশা করি বুঝতে পেরেছেন । বুঝতে যদি কোনরকম প্রবলেম হয় তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার সমস্যা হলে জানাতে পারেন । 


প্রথমে,  https://drive.google.com/file/d/1LTRXIWXOeGimR5WJcboT3hGDdpHziCmI/view     ,        http://bit.ly/2kvMXum     ← এই .লিংকটি.কপি করে নিয়ে যেকোনো ব্রউজারে যেমনঃ- Chrome , UCbrowser ইত্যাদি তে সার্চ করলেই মুভিটি পেয়ে যাবেন ।।





            `                               DOWANLOAD NOW 

Comments

Popular posts from this blog

Magic Bengali Movie Download (2021) [Alkizo Offical]

টোটাল দাদাগিরি. ফুল মুভি ডাউনলোড | .Total Dadagiri. Full Movie | Movie [YBM]

Murder by the sea Hoichoi Originals Download (2022) [Alkizo Offical]