ফিদা. ফুল মুভি ( যশ ) ।। .Fidaa. Full Movie Yash [YBM]
ফিদা. ফুল মুভি ( যশ ) ।। .Fidaa. Full Movie Yash [YBM]
ফিদা ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। প্রযোজনা করেছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন যশ দাশগুপ্ত ও সঞ্জনা বন্দ্যোপাধ্যায়।কাহিনী
লন্ডনে ছবিটি ইশানের ( যশ দাশগুপ্ত ) প্রেমিকার অনুসন্ধান দিয়ে শুরু হয়। যে নিখোঁজ । এরপর ছবিটি ফ্ল্যাশব্যাকে যায় । ইশান নিজের সফল কর্মজীবনের কথা বলতে শুরু করে। তবে তার প্রেম জীবন ব্যর্থ। ফ্ল্যাশব্যাকটি শুরু হয় ইশান তার কলেজের এক বন্ধুকে ফুটবল ম্যাচ চলাকালীন পেটায়। এরপর ইশান তার বন্ধুর সাথে জায়গাটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ট্রেনে তার সাথে খুশির (সঞ্জনা বন্দ্যোপাধ্যায়) দেখা হয় । যে তাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচায় । সে প্রথম দেখায় তার প্রেমে পড়ে এবং তার মন জয় করার জন্য অনেক কৌশল প্রয়োগ করে। খুশি খুব শান্ত মেয়ে এবং ইশান দস্যি ছেলে। ইশান খুশির কাছে প্রেমের প্রস্তাব দেয় এবং যাত্রা শেষ হওয়ার আগে সকালে তার উত্তর প্রত্যাশা করেছিল। কিন্তু যখন সে জেগে উঠে তখন খুশির কোনও খোঁজ পায় নি।
ইশান কলেজে যোগ দেয় এবং প্রায় ৩ মাস কেটে যায় । খুশি এখন কোথায় সে সম্পর্কে তার কোন ধারণা নেই। অবশেষে সে খুশিকে খুঁজে পায় । যে তাকে বলে যে সে কেবল ইশানের জন্য প্রচুর অর্থপ্রদান করে তার কলেজে ভর্তি হয়েছে। খুশি অনেক রকম ইশারা ইঙ্গিতে বোঝায় যে সে ইশানকে ভালবাসে । তবে ইশানকে সে ভালবাসার কথা মুখে বলে নি । যা শোনার জন্য ইশান খুব চেষ্টা করে।
তাদের প্রেম জমে ওঠে । কিন্তু শেষ পর্যন্ত ইশানের আবেগপ্রবণ প্রকৃতির কারণে তা ভেঙে যায়। ছয় বছর কেটে গেছে । ইশান একজন সফল শিক্ষার্থী। সে তার কলেজে শীর্ষস্থান অধিকারী। তবে খুশিকে সে ভুলতে পারে নি। খুশি এবং ইশান দুজনেই লন্ডনে কর্মক্ষেত্রে আবার মিলিত হয় । খুশি তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। প্রথমে ইশান তাকে পাত্তা দেয় না। কিন্তু আস্তে আস্তে তারা দু'জনে বন্ধু হয়ে যায় । তবু ইশান স্বীকার করে না যে সে এখনও খুশিকে ভালবাসে এবং খুশিকে কষ্ট দেয়।
ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি .ফিদা.। এই মুভিটি যদিও অনেক আগেই রিলিজ হয়েছে কিন্তু বর্তমানে কোন ওয়েবসাইট বা ইউটিউবে এই মুভিটি খুঁজে পাওয়া যাচ্ছে না ।
তো আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি সহজেই এই মুভিটা দেখতে বা .ডাউনলোড. করতে পারেন ।
তার জন্য প্রথমে নিচে থাকা .ডাউনলোড. করার সিস্টেমটি ভালো করে পড়ে নিন । তারপর নিচে দেওয়া ছবির মত নতুন একটি ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে ।
তারপর উপরের দিকে দেখতে পারবেন একটা .ডাউনলোড. আইকন দেওয়া আছে অথবা নিচে .ডাউনলোড. আইকন দেখতে পারবেন ।তো ওই .ডাউনলোড. আইকন এ ক্লিক করলে মুভিটা .ডাউনলোড. হতে থাকবে । এছাড়াও একটা ভিডিও আইকন দেখতে পারবেন ।
ওই ভিডিও আইকনের উপর ক্লিক করে আপনি অনলাইনে মুভিটা দেখতে পারবেন । তো আশা করি বুঝতে পেরেছেন । বুঝতে যদি কোনরকম প্রবলেম হয় তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার সমস্যা হলে জানাতে পারেন ।
.ডাউনলোড. বা দেখার নিয়ম ঃ-
প্রথমে, https://drive.google.com/file/d/17nrbUqaM-OCGR0bk6HecCcMD9WwbwQpT/view ← এই .লিংকটি.কপি করে নিয়ে যেকোনো ব্রউজারে যেমনঃ- Chrome , UCbrowser ইত্যাদি তে সার্চ করলেই মুভিটি পেয়ে যাবেন ।।
.
Comments
Post a Comment